১০ মে, ২০২৪

Peacock: চা বাগান থেকে অসুস্থ ময়ূর উদ্ধার, যুবকের বিচক্ষণতায় খুশি বন দফতরের কর্মীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-20 13:01:09   Share:   

আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগান থেকে উদ্ধার হয় একটি অসুস্থ ময়ূর (peacock)। বুধবার সকালে ওই অসুস্থ ময়ূরটিকে উদ্ধার করে তাসাটি এলাকার এক যুবক। এরপর খবর দেওয়া হয় বন দফতরে।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা রোহিত ওঁরাও  প্রাতঃভ্রমণের উদ্দেশ্য়ে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় চা বাগানে পড়ে থাকতে দেখেন একটি অসুস্থ ময়ূর। তারপর তিনি ওই ময়ূরটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং বন দফতরে খবর দেন। খবর পেয়ে ওই যুবকের বাড়িতে যান বন দফতরের কর্মীরা, তাঁদের হাতে তুলে দেওয়া হয় ওই অসুস্থ ময়ূরটিকে। স্থানীয়দের অনুমান, বাগানের বিষাক্ত কোনও প্রাণী বা পোকামাকড়ের কামড়ে অসুস্থ হয়ে পড়েছে ওই ময়ূরটি। যার ফলে ওড়ার ক্ষমতা হারিয়ে ফেলে মাটিতেই লুটিয়ে পড়েছিল ময়ূরটি।

যদিও রোহিত ওঁরাও-এর পদক্ষেপে শুধু বন বিভাগের কর্মীরাই নন, খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারাও৷ সকলে রোহিত ওঁরাও এর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।


Follow us on :