১০ মে, ২০২৪

Python: বিমানবন্দরের সামনে থেকে একটি অজগর উদ্ধার, জানুন ঘটনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-15 19:03:57   Share:   

৮ ফুট উচ্চতার একটি অজগরকে (Python) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার, ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায়। খবর পেয়ে বনদফতরের (Forest Department) কর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরবেলা বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকার একটি গাছের ডালে অজগর দেখতে পায় তাঁরা। সম্ভবত পাখির ডিম খাওয়ার জন্যই গাছে উঠেছিল। অবশেষে খবর দেওয়া হয় বাগডোগরা বন দফতরকে। 

খবর পেয়ে তড়িঘড়ি বনদফতরের কর্মীরা এসে অজগরটিকে গাছ থেকে নামিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়। এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান বন দফতর কর্মীরা।


Follow us on :