LATEST NEWS
28 May, 2023

Rape: স্কুলের দোতলায় নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহ, গ্রেফতার ৩ স্থানীয় যুবক
CN Webdesk      শেষ আপডেট: ২০২৩-০৩-২১ ১৪:২৩:৫০   Share:   

বিদ্যালয়ের মধ্যেই নাবালিকা ছাত্রীকে যৌন নিগ্রহের (Rape) অভিযোগ। অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। মালদহের (Malda) গাজল থানা এলাকার ঘটনা। ইতিমধ্যেই ওই তিন যুবকের বিরুদ্ধে গাজল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই তিন জনকে গ্রেফতার করে পুলিস (Police)। 

পরিবারের অভিযোগ, ঘটনাটি ১৮ই মার্চের। নির্যাতিতা গাজলের একটি জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী । তাকে স্কুলের দোতলার রুমে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। তাঁরা আরও জানায়, শনিবার নাবালিকা সকাল ১০টা নাগাদ স্কুলে যায়। তারপর দুপুর ১২টা নাগাদ সে স্কুলের মধ্যে কান্নাকাটি করলে, স্কুল থেকে পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। তখনই স্কুলের আরও কয়েকজন ছাত্রী নির্যাতিতার পরিবারকে গোটা ঘটনা জানায়। 

Ad code goes here

নির্যাতিতার পরিবারের তরফে সোমবার গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরিবারের অভিযোগে ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। মালদা জেলা পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, আইপিসি ধারায় মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। 

Ad code goes here

Ad code goes here

Ad code goes here

Follow us on :