২৬ এপ্রিল, ২০২৪

Fake note: জাল নোটে বিকিকিনি করতে গিয়ে পুলিসের জালে এক, উদ্ধার ৩৫ হাজার টাকা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-07 19:41:27   Share:   

ফের জাল নোট (fake note) উদ্ধার। ঘটনাস্থল ঝাড়গ্রামের (Jhargram) বিনপুর। পঁয়ত্রিশ হাজার টাকার জাল নোট-সহ এক ব্যক্তিকে গ্রেফতার (arrest) করে পুলিস (police)। সোমবার ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে বিনপুর বাজারের একটি দোকানে বেশ কিছু জিনিস কেনাকাটা করেন এক ব্যক্তি। এরপর জাল ৫০০ টাকার নোট দোকানদারকে দেন। দোকানদার সেই জাল নোট দেখে বিষয়টি বুঝতে পেরে বিনপুর থানার পুলিসকে খবর দেন। খবর পাওয়ার পরেই পুলিস ওই দোকানে এসে রঞ্জিত মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করেন। তবে তিনি যথাযথ উত্তর দিতে না পারায় তাঁকে আটক করে নিয়ে যাওয়া হয়। সেখানে ধৃত ব্যক্তির কাছ থেকে আরও প্রায় ৩৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিস। ঘটনার পরই তাঁকে গ্রেফতার করে সোমবার আদালতে পেশ করে পুলিস।


Follow us on :