২৬ এপ্রিল, ২০২৪

Alipurduar: বন দফতরের অভিযানে ফের উদ্ধার বিপুল পরিমাণ অবৈধ শাল ও টিক কাঠ
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-08 17:35:37   Share:   

আলিপুরদুয়ারে (Alipurduar) ফের বিপুল পরিমাণ অবৈধ (Illegal) শাল ও টিক কাঠ বাজেয়াপ্ত করা হল। কাঠগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যায় দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। বাজেয়াপ্ত করা কাঠের পরিমাণ প্রায় ২০০ সিএফটি। 

রেঞ্জ অফিসার ধনঞ্জয় রায় জানান, গোপন সূত্রে খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীদের ও জটেশ্বর ফাঁড়ির পুলিসদের যৌথ অভিযানে উদ্ধার করা হয় কাঠগুলি। ফালাকাটা ব্লকের মালসাগাঁও এলাকার একটি বাড়িতে প্রচুর অবৈধ কাঠ লুকিয়ে রাখা হয়েছিল। সেগুলো বাজেয়াপ্ত করে নিয়ে আসে বন দফতরের কর্মীরা। বাজেয়াপ্ত করা কাঠের পরিমাণ প্রায় ২০০ সিএফটি। উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিনেও এই অভিযান চলবে। কাঠ মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে বন দফতরের পক্ষ থেকে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 


Follow us on :