১০ মে, ২০২৪

Malda: বিষধর চন্দ্রবোড়ার কামড়, অসুস্থ বধূর সঙ্গে সাপকেও আনা হলো হাসপাতালে
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-15 19:43:36   Share:   

বিষধর সাপের কামড়ে (Snake Bite) গুরুতর অসুস্থ হলেন এক গৃহবধূ। বধূকে আনা হয়েছে মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি সাপটিকেও কলসিতে বন্ধ করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Hospital) নিয়ে আসা হয়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার হামিদপুর চর এলাকায়। সাপটিকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। জানা গিয়েছে, অসুস্থ ওই গৃহবধূর বয়স ১৯ বছর। ওই মহিলার স্বামী নয়ণ মণ্ডল।

পরিবার সূত্রে জানা যায়, অন্যদিনের মতোই বাড়ির কাজ করছিলেন ওই গৃহবধূ। কাজ করার সময়ই গৃহবধূর ডান পায়ে চন্দ্রবোড়া নামক একটি বিষধর সাপ কামড় দেয়। গৃহবধূর চিৎকারে পরিবারের বাকি সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। ঘটনাস্থলে এসে সাপটিকে দেখতে পায় তাঁরা। তারপরেই সাপটিকে কোনওক্রমে ধরে কলসির ভিতরে বন্ধ করে রাখা হয়। পরে ওই গৃহবধূর সঙ্গেই সাপটিকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

বর্তমানে গৃহবধূ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।


Follow us on :