১০ মে, ২০২৪

Murshidabad: ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলিতে মৃত্যু গরু পাচারকারীর
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-31 15:36:49   Share:   

ভারত-বাংলাদেশ সীমান্তে (Border) গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত্যু (Death) হল এক পাচারকারীর (Smuggler)। রবিবার গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার অন্তর্গত সরকারপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম মোমিন শেখ (৩৪)। বাড়ি রাণীনগর থানার খাস্তালুক জিন্নাতপাড়া এলাকায়। এই ঘটনার খবর পেয়ে পুলিস এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। 

জানা গিয়েছে, রবিবার গভীর রাতে সরকারপাড়া এলাকায় বিএসএফদেরকে লক্ষ্য করে বোমাবাজি করে গরু পাচার করার চেষ্টা করছিল মোমিন শেখ নামের ওই ব্য়ক্তি। সেই সময় পাল্টা বিএসএফ গুলি ছোড়ে। তখনই বিএসএফের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোমিন শেখ নামে ওই পাচারকারীর। 

সোমবার, এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিএসএফ আধিকারিক ও ডোমকল এসডিপিও সহ জলঙ্গি থানার বিশাল পুলিস বাহিনী পৌঁছয়। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।


Follow us on :