১৩ মে, ২০২৪

Malda: তৃণমূলের বিজয় মিছিলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-12 16:32:57   Share:   

ভোট (Panchayat Election 2023) মিটেছে। ফলও বেরিয়েছে। রক্তপাত কিন্তু থামছে না। ফের ভোট পরবর্তী (political) হিংসার বলি একজন। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার, ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) জেলার রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত (dead) কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক (২৪)। ঘটনায় আহত (injured) হয়েছেন আরও পাঁচজন কংগ্রেস কর্মী। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিস। 

অভিযোগের তীর ভাদো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রোজিনা বিবি ও তাঁর স্বামী তোফাজুল হক সহ তাঁর দলের বিরুদ্ধে। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভাদো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। জয়ের পরেই এলাকায় বেরিয়েছিল বিজয় মিছিল। সেই মিছিলেই ফটিকুল হকের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল রোজিনা বিবির স্বামী ও তাঁর দলের কর্মীরা। আর তার প্রতিবাদ করাতে ফটিকুল হককে বেধরক মারধর করা হয়। 

পাশাপাশি তাঁর মাথায় বাঁশের আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে আসেন ফুটিকুলের মামা হবিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তড়িঘড়ি আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ফটিকুল ও তাঁর মামা হবিবুরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার, সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ফটিকুল হকের। এই বিষয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিস। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা গ্রামে।

ইতিমধ্য়ে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য জুড়েই হিংসার পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল দাবি জেলা বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর। তৃণমূলের মালদহ জেলার সহ-সভাপতি শুভময় বসু বলেন, রাজ্য থেকেই ঘোষণা হয়েছে কোনও বিজয় মিছিল করা যাবে না। কেউ যদি বিজয় মিছিল করে থাকে দল তার দায়ভার নেবেনা।


Follow us on :