১৭ মে, ২০২৪

Purulia: পুরুলিয়া থেকে উদ্ধার ৬০০ বছর প্রাচীন বুদ্ধ মূর্তি
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-02 13:46:28   Share:   

পুরুলিয়া থেকে উদ্ধার হল প্রাচীন বুদ্ধ মূর্তি। উদ্ধার এই মূর্তি মনে করা হচ্ছে ,এটা নির্বাণ লাভের মূর্তি। পুরুলিয়া জেলার তথ্য ও সাংস্কৃতিক বিভাগের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তীর দাবি, উদ্ধার এই মূর্তি ‘সারনাথ’ মূর্তি নামেও পরিচিত। উত্তরপ্রদেশের সারনাথে এমন মূর্তি প্রথম পাওয়া গিয়েছিল বলেও দাবি তাঁর।

জেলার 'মুক্ত জাদুঘর’ বলে পরিচিত জৈন ক্ষেত্র পাকবিড়রা। তারই সামনের ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে প্রাচীন এই বুদ্ধ মস্তক।  ইতিমধ্যেই এই মূর্তি নিয়ে গবেষণার কাজ শুরু হয়েছে, তাতে মনে করা হচ্ছে , এই মূর্তি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর হতে পারে। ওই গবেষণায় দাবি, বুদ্ধদেব দেহ রাখার পরেই এই মূর্তি তৈরী করা হয়েছে।

সোমবার বিকেলে পুরুলিয়া জেলা পুলিশের কাছ থেকে খবর পাওয়ার পর পুঞ্চা ব্লক থেকে এই মূর্তিকে নিজেদের কাছে নিয়ে আসেন জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিকরা। আনুমানিক প্রায় ৬০০ বছর আগের এই মূর্তি জৈন ভূমি পুরুলিয়ায় মেলায় বিস্ময় আরও বাড়ছে বলেই দাবি সরকারি আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তীর।


Follow us on :