১৭ মে, ২০২৪

Mobile: ডায়মণ্ড হারবার জেলা পুলিসের উদ্যোগে 'প্রাপ্তি' হারিয়ে যাওয়া ৪৫০ টি ফোন
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-23 18:47:29   Share:   

হারিয়ে যাওয়া ৪৫০ টি ফোন (Mobile) উদ্ধার। ডায়মণ্ড হারবার (Diamond Harbour) জেলা পুলিসের (Police) উদ্যোগেই সম্ভব হয়েছে এই কাজ। মোবাইলগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে প্রাপকের কাছে। জেলা পুলিসের উদ্যোগে শুক্রবার বিষ্ণুপুরে পৈলানে পুলিস সুপারের অফিস থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তা জানানো হয়। পুলিস সুপারের অফিস থেকেই ডায়মণ্ড হারবার জেলা পুলিস সুপার রাহুল গোস্বামী নিজেই বেশ কিছু মোবাইল ফোন প্রাপকদের হাতে তুলে দিয়েছেন। এমনকি ওই সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিস সুপার হেডকোয়ার্টার অর্ক ব্যানার্জি সহ আরও অন্যান্য পুলিস আধিকারিকরা। 

পুলিস সূত্রে খবর, ডায়মণ্ড হারবার জেলা পুলিসের উদ্যোগে এর আগেও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছিল মোবাইলের প্রাপকের হাতে। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল শুক্রবার। বেশ কয়েকদিন ধরেই ডায়মণ্ড হারবার জেলা পুলিসের বিভিন্ন থানায় মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। আর হারিয়ে যাওয়া সেই সমস্ত মোবাইলের ডিটেলস নিয়েই মোবাইল গুলিকে উদ্ধার করা হয়। আর এই পুরো প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে "প্রাপ্তি"।


Follow us on :