১০ মে, ২০২৪

Chopra: চোপড়ায় ড্রেনে পড়ে চার শিশুর মর্মান্তিক মৃত্য়ুতে ৩ লক্ষ ক্ষতি পূরণ সরকারের
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-15 12:52:38   Share:   

সন্দেশখালির ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রায় ৯ দিন ধরে খবরের শিরোনামে সন্দেশখালি। এরই মধ্যে গত সোমবার মাটি ধসে চার শিশুর মৃত্য়ু উওর দিনাজপুরের চোপড়ায়। সোমবার থেকে ধর্নায় বসেছে তৃণমূল। 

জানা গিয়েছে, বিএসএফ-এর তত্ত্বাবধানে এলাকায় ড্রেনের কাজের জন্য মাটি খোঁড়া হয়েছিল। খোলামুখ ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ শিশুর। প্রত্যেক শিশুর জন্য ৩ লক্ষ করে টাকা দিয়েছে সরকার। তারপরই বিএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল। অবস্থান বিক্ষোভ চলেছে সোমবার থেকে।  

সম্প্রতি সন্দেশখালির মত ঘটনায় তোলপাড় করে ফেলেছে গোটা রাজ্য। মহিলাদের প্রতি তৃণমূল নেতা ও নেতা ঘনিষ্ঠদের বর্বরোচিত আচরণ প্রকাশ্যে আসায় শিউরে উঠেছে নারী সমাজ। সেখানে দাঁড়িয়ে শাসক নেতারা কেউ বলছেন বাইরের লোক এনে ঝামেলা চলছে। কেউ বলছেন কয়েকজন মহিলার জমায়েত। সেখানে চোপড়ার জন্য ধর্না? সন্দেশখালির মত ঘটনা থেকে দৃষ্টি এড়াতে নয়া চাল? যা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এই ঘটনায় ১২ জনের একটি তৃণমূল সদস্য় দল রাজ্য়পালের কাছে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ করেছে। 


Follow us on :