১১ মে, ২০২৪

Turtle trafficking: পাচারের আগে উদ্ধার ২৫০টি কচ্ছপ, গ্রেফতার ২ পাচারকারী
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-04 19:17:08   Share:   

বেআইনিভাবে কচ্ছপ পাচার করার সময় বনদফতরের হাতে ধরা পড়ল কচ্ছপ সহ দুই পাচারকারী। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২৫০ টি কচ্ছপ। জানা গিয়েছে, চার ক্যারেট কচ্ছপ বনগাঁ থেকে নিয়ে আসার সময় স্বরূপনগর থানার দুর্গাপুর এলাকায় হাতেনাতে ধরে ফেলন বনদফতরের আধিকারিকরা।

বুধবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করে বনদফতরের আধিকারিকরা। এরপর বনদফতর স্বরূপনগর থানার দুর্গাপুর এলাকা থেকে চার ক্যারেট কচ্ছপ সহ দুই পাচারকারীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া কচ্ছপগুলোকে বনদফতরে পাঠানো হয়।

তবে এতগুলো কচ্ছপ একসঙ্গে কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য়ে যাচ্ছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিস। 


Follow us on :