১৬ মে, ২০২৪

CBI: ভুয়ো পাসপোর্ট মামলায় সিবিআইয়ের হাতে ধৃত আরও ২
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-16 16:04:17   Share:   

ভিনদেশে পাড়ি দেওয়ার পাশাপাশি নিত্যদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি পাসপোর্টেও মিলেছে দুর্নীতির যোগ। সেই দুুর্নীতির তদন্তেই এবার অতি সক্রিয় সিবিআই। ভুয়ো পাসপোর্ট মামলায় সোমবার সকালেও ফের ২ জনকে গ্রেফতার করে সিবিআই। রাজ্যের একাধিক জায়গা সহ পড়শি রাজ্য সিকিম মিলিয়ে প্রায় ৫০ জায়গায় চিরুনী তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। এমনকি সিবিআই হানা দিয়েছে একাধিক এজেন্টের বাড়িতেও। তদন্তে গ্যাংটকের পাসপোর্ট সেবা কেন্দ্রের সিনিয়র সুপারিটেন্ডেন্ট গৌতমকুমার সাহা সহ এক হোটেল এজেন্টকেও পাকড়াও করে সিবিআই। গত শুক্রবারের পর শনিবারও জারি ছিল তল্লাশি।

উলুবেড়িয়ার মহিশালীর বাসিন্দা পাসপোর্ট কর্মী শেখ সাহানুরের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধিদল। অন্যদিকে নকশাল বাড়ির বাসিন্দা এজেন্ট বরুণ সিং রাঠোরের বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বরুণ বাবু ও তার স্ত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় ১৬ ঘন্টা জেরার পর গ্রেফতার করা হয় বরুণ সিং রাঠোরকে।

সূত্রের খবর,  পাসপোর্ট দুর্নীতির ঘটনায় ইতিমধ্যেই সিবিআইয়ের জালে ধরা পড়েছে ৬ জন। তল্লাশি অভিযানে মোট ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই।ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট বানানোর এই বিশাল কর্মকাণ্ডে সিবিআই এর তদন্তে উদ্ধার হয়েছে একাধিক তথ্য প্রমাণ। বাজেয়াপ্ত হয়েছে পাসপোর্ট, আধার কার্ড ভোটার কার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি।তদন্তের গতি বাড়াতে এবার ধৃতদের দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন  সিবিআইয়ের। দফায় এজেন্ট ও আধিকারিকদের জেরা আর একাধিক জায়গায় লাগাতার তল্লাশিতে আদৌ কি  পাসপোর্ট দুর্নীতির পর্দাফাঁস হবে? খোঁজ কি মিলবে দুর্নীতি কিংপিনের?  প্রশ্ন থেকেই যায়।


Follow us on :