২৬ এপ্রিল, ২০২৪

Death: কংক্রিটের স্ল্যাব উল্টে দুই শিশুর মৃত্যু বসিরহাটে, আহত আরও ২ শিশু
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-08 10:49:05   Share:   

বসিরহাটের (Basirhat) বাদুড়িয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের খোড়গাছি বয়ারডাঙ্গা পাড়ার ঘটনা। বুধবার বিকেল চারটে নাগাদ একদল শিশু (Children Death) এলাকার এক ধর্মীয় স্থানের পাঁচিলের উপর খেলা করছিল। সেই সময় হঠাৎ পাঁচিলের গেটের কংক্রিটের স্ল্যাব (Concrete slab) দুই শিশুর ওপরে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় দু'জনকে বসিরহাট জেলা হাসপাতালে (Basirhat District Hospital) নিয়ে যাওয়া হয়। সন্ধ্যে ছটা নাগাদ চিকিৎসকরা তাদের মৃত (Dead) বলে ঘোষণা করে।

জানা গিয়েছে, মৃত দুই ৮ বছরের শিশুর মধ্যে একজন আসিফ সর্দার,  অপরজন সাকিবুল হোসেন গাজী। স্থানীয় বাসিন্দারা, আহত আরও  দুই শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিস। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ওই দুই মৃত শিশুর পরিবারে।

এলাকাবাসীর অভিযোগ, বেআইনি ভাবে তৈরি হয়েছে ওই কংক্রিটের স্ল্যাব। পাঁচিল গেঁথে এটি তৈরি হলে এমন বিপদ ঘটার সম্ভাবনা থাকত না। ওই শিশুদুটির সামান্য ভার নিতে পারল না। তাহলে কতটা খারাপ পরিস্থতিতে তৈরি হয়েছে তা বোঝা যাচ্ছে বলে অভিযোগ করেন।

অন্য এক এলাকাবাসী প্রশাসনের এহেন কাজে ক্ষোভ উগড়ে দেন। এই ক্ষতি কীভাবে পূরণ করবে তা নিয়েও প্রশ্ন তোলেন।


Follow us on :