১৩ মে, ২০২৪

River: সন্দেশখালির রায়মঙ্গল নদী বাঁধে ১৫০ ফুট ধস, মোখা আতঙ্কের মধ‍্যেই নতুন বিপর্যয়
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-13 15:24:06   Share:   

মোখা আতঙ্কের মধ‍্যেই নতুন বিপর্যয় সন্দেশখালিতে। সন্দেশখালিতে রায়মঙ্গল নদী বাঁধে ১৫০ ফুট ধস (Erosion)। সন্দেশখালি (Sandeshkhali) দু'নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর তালতলার রায়মঙ্গল নদী বাঁধের ঘটনা। ঘটনাস্থলে বিডিও (BDO) ও এনডিআরএফ (NDRF) আধিকারিকরা। নদী বাঁধে ধস নামায় আতঙ্কের সৃষ্টি হয়েছে ঐ এলাকায়।  

সূত্রের খবর, এই এলাকায় মোকা যদি প্রভাব ফেলে পাশাপাশি নদীর জলোচ্ছ্বাস অতিরিক্ত হয় তাহলে বাঁধ ভাঙ্গার আশঙ্কাও রয়েছে। নদী বাঁধ ভাঙলে মণিপুর, কোরাকাটি, তালতলা, ধুচনেখালি সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। তাই ইতিমধ্যেই সন্দেশখালি দু'নম্বর ব্লকের বিডিও অর্ণব মুখার্জীর নির্দেশে মণিপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রায়মঙ্গল নদী বাঁধে ধসের জায়গাটুকু মেরামতির কাজ চলছে। 

এই বিষয়ে সন্দেশখালি দু'নম্বর ব্লক ডেভেলপমেন্ট বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিক আবুল কাশেম জানান, ইতিমধ্যেই নদী বাঁধ পরিদর্শন করা শুরু হয়ে গিয়েছ। বেশ কয়েকটি নদী বাঁধ দুর্বল রয়েছে সেখানেও যাতে দ্রুত মেরামতি করা যায়, তার জন্য সব রকম চেষ্টাও চালানো হচ্ছে।


Follow us on :