১৪ মে, ২০২৪

Basirhat: চুরি যাওয়া ১৫ টি মোবাইল ফোন উদ্ধার, মালিকের হাতে তুলে দিল হাড়োয়া থানার পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-06 15:45:59   Share:   

বসিরহাটের হাড়োয়া থানার উদ্যোগে উদ্ধার হল হারিয়ে যাওয়া মোবাইল ফোন। সোমবার ১৫ টি হারানো মোবাইল ফোন তুলে দেওয়া হয় ফোনের প্রকৃত মালিকদের হাতে। চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন পাওয়ার আশা ছেড়ে দেওয়ার পর অপ্রত্য়াশিতভাবে তা পেয়ে খুশি হলেন ফোনের প্রকৃত মালিকরা। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, হাড়োয়া থানার বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকদিন ধরে মোবাইল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ জমা পড়তেই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয় হাড়োয়া থানার পুলিসের তরফে। তারপর হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি উদ্ধার করে এদিন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। খোয়া যাওয়া মোবাইল ফোন আবার ফিরে পেয়ে উপভোক্তারা খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন হাড়োয়া থানার পুলিস প্রশাসনকে। 

পুলিস কর্তারা জানিয়েছেন, আগামী দিনেও চলবে এমন উদ্যোগ। এদিন বিশেষ মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম, হাড়োয়ার সিআই তপন কুমার আগুয়ান ও হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস ঘোষ সহ একাধিক পুলিসকর্তারা।


Follow us on :