১৩ মে, ২০২৪

Rail: আদিবাসীদের ডাকা ১২ ঘন্টার বনধ, ট্রেন বাতিলে সমস্য়ায় পড়েছেন যাত্রীরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-04 19:28:31   Share:   

আদিবাসীদের ডাকে ১২ ঘণ্টার বনধ। নাজেহাল ট্রেন যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঝাড়খণ্ডে (Jharkhand) চিরুগড়া স্টেশন লাগুয়া ট্রেনপথ অবরোধ (blockade) করা হয়েছে। সেই অবরোধের ফলে খড়্গপুর টাটা লাইনে বিভিন্ন ট্রেন বন্ধ হয়ে পড়েছে। এর ফলে সমস্যায় পড়েছে ট্রেন (train) যাত্রীরা। 

জানা গিয়েছে, হাওড়া-বড়বিল জন শতাব্দী এক্সপ্রেস হাওড়া ছাড়ার পর খড়্গপুরে এসে থেমেছে। সেখানেই ট্রেন ক্যান্সেল করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাতেই সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরই কেন রেলের তরফ থেকে জানানো হয়নি আদিবাসীদের বনধ চলছে খড়্গপুরে। তাহলে তাঁরা হাওড়া ছাড়ার আগেই কোনও ব্য়বস্থা নিত।

যাত্রীদের দাবি, হঠাৎ ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। এতে সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। ফলে যাত্রীদের যাত্রাপথে ব্য়ঘাত ঘটে। যদি ট্রেন বন্ধ হয়ে থাকে তাহলে অন্য কোন ব্যবস্থা করল না কেন রেল প্রশাসন তা নিয়েই প্রশ্ন তুলেছেন রেলের বিরুদ্ধে।


Follow us on :