১৭ মে, ২০২৪

Bangla Bandh: আদিবাসীদের ডাকে ১২ ঘণ্টা বাংলা বনধের মিশ্র প্রভাব ৪ জেলাতে
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-08 13:40:11   Share:   

আদিবাসী সংগঠনের ডাকা ১২ ঘণ্টা বাংলা বনধের প্রভাব জেলায় জেলায়। এদিন, বনধ সফল করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই রাস্তায় নেমেছে আদিবাসী সংগঠন। জায়গায় জায়গায় চলছে রাস্তা অবরোধ। যান চলাচল প্রায় স্তব্ধ। দোকানপাটও বন্ধ। ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া...সব জায়গাতেই একই ছবি। 

ঝাড়গাম জেলা তথা গোটা জঙ্গলমহল এলাকায় বনধের আংশিক প্রভাব পড়েছে। বাস, যানবাহন সেভাবে চলছে না। তবে জরুরি পরিষেবায় কেবল ছাড় দেওয়া হয়েছে। এছাড়া, পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা পানাগড় ইলামবাজার রাজ্য সড়ক অবরোধ করে দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। অন্যদিকে, কাটোয়া শহরের প্রবেশ মুখেই জাজিগ্রামে আদিবাসী সংগঠন রাস্তা অবরোধ করে।

স্বাধীন ও স্বচ্ছভাবে সি আর আই রিপোর্ট প্রকাশের দাবিতে আজ ১২ ঘণ্টার 'বাংলা বনধ'-এর ডাক দিয়েছে 'ইউনাইটেড ফোরাম অব অল আদিবাসী অর্গানাইজেশনস ওয়েস্ট বেঙ্গল'। তাঁদের দাবি, রাজ্য সরকার ভোট হিসেব মাথায় রেখে অ-আদিবাসী কুড়মি, মাহাতো সমাজকে আদিবাসী করার উদ্দেশ্যে সি.আর.আই রিপোর্ট সংশোধনের চেষ্টা চালাচ্ছে। এরই প্রতিবাদে আজ এই বনধ। রেল এবং জরুরি পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে।


Follow us on :