১৩ মে, ২০২৪

Sikkim: সিকিমে ভয়ানক তুষার ঝড়ে মৃত ৭ পর্যটক, আহত কমপক্ষে ১৫০ পর্যটক
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-04 16:11:43   Share:   

সিকিমে (Sikkim) ভয়ানক তুষার ঝড়ে (Snow Storm) মৃত  (Dead) প্রায় ৭ পর্যটক (Tourist)। আহত কমপক্ষে ১৫০ পর্যটক। সিকিম পুলিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১২ টা নাগাদ, উত্তর সিকিমের ১৫ মাইল নামক এলাকায় ভয়ানক তুষার ঝড় হয়। সিকিম পুলিস আরও জানিয়েছে,  এই ঘটনায় এখনও ৪০ জন পর্যটক আটকে আছে। এখনও ১৭ জনকে উদ্ধার গ্যাংটক পুলিস। স্থানীয়রা ও বিপর্যয় মোকাবিলা দলও এই উদ্ধারকার্য চালাচ্ছে। এখনও অবধি ১৫০ জন পর্যটককে উদ্ধার করা খবর।

ওই এলাকায় ভয়ানক তুষার ঝড়ে বহু গাড়ি-সহ মানুষ তুষার ঝড়ের মুখে পড়েন, সূত্রের খবর ওই রাস্তাটি নাথুলা পাস সংযোগকারী রাস্তা। এই ঘটনার জেরে স্থানীয় প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বহু পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজ এখনও চলছে।


Follow us on :