১৫ মে, ২০২৪

Malda: একই ঘটনার পুনরাবৃত্তি? রণঘাটের পর এবার রতুয়ায় নিখোঁজ ছাত্র, কাঠগড়ায় প্রশাসন
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-07 15:11:26   Share:   

একের পর এক নিখোঁজের ঘটনায় সংবাদ শিরোনামে মালদহ। চাঁচলের রণঘাটের পর এবার ফের নিখোঁজ রতুয়ার মালদাপট্টি এলাকার এক ছাত্র। এখানেও সেই একই অভিযোগ। দিনের পর দিন ধরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও লাভ কিছু হয়নি। প্রশাসনের তরফে কোনও পদক্ষেপই নেওয়া হয়নি। অবশেষে বৃহস্পতিবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। ছেলেকে ফিরে পাওয়ার আকুল আর্তি অসহায় মা ও বাবার।

নিখোঁজ ছাত্রের বাবার অভিযোগ, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র। অভিযোগ, কয়েকজন অপরিচিত ব্যক্তি জল চাওয়ার নাম করে ভুল বুঝিয়ে তাকে তুলে নিয়ে যায়। ছেলেকে ফিরে পেতে চাইলে ৫ লক্ষ টাকা দিতে হবে বলে জানায় অভিযুক্তরা। এমনকি ছেলেকে মারধরও করা হচ্ছে। ছেলেকে কিডনাপের বিষয়টি পুলিসকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। প্রশাসনের তরফে চরম অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি।

ফের প্রশাসনিক গাফিলতি? কেন বারবার প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। স্বভাবতই দায় ঝেড়ে ফেলতে ব্যস্ত শাসকশিবির। জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার জানিয়েছেন, পুলিস সক্রিয়তার সঙ্গেই তদন্ত করছে।

ছাত্রের নিখোঁজের ঘটনায় সরব বিরোধী শিবিরও। বিজেপির দক্ষিণ মালদহের সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, এর সঙ্গে পরোক্ষভাবে শাসকদলেই যুক্ত রয়েছে। পুলিসের সঠিক তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, কখনও রণঘাট তো, কখনও রতুয়া। একই অভিযোগ, পুলিসি নিষ্ক্রিয়তা। মানুষকে রক্ষা করার দায়িত্ব যাঁদের, তাঁদের বিরুদ্ধেই এমন অভিযোগ উঠছে কেন? উত্তর অধরাই।


Follow us on :