১২ মে, ২০২৪

Water: বাড়ি বাড়ি কল থেকেও জল নেই, তীব্র জলসংকটে ক্ষুব্ধ বালুরঘাটের গ্রাম
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-24 14:45:40   Share:   

কল আছে জল (Water) নেই। প্রখর গরমে (Heat wave) জলের সংকট। বালুরঘাট (Balurghat) ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকরাম প্রসাদ গ্রামে ক্ষুব্ধ গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় এক বছর আগে গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ লাইন পৌঁছলেও, এখনো সেই ট্যাপ দিয়ে জল পড়েনি।  

স্থানীয়দের দাবি, বারবার প্রশাসনকে জানানো হলেও কোনওরকম সমাধান মেলেনি। তীব্র গরমে পানীয় জলের সংকটে ভুগছেন গ্রামবাসীরা। বাধ্য হয়ে এই কাঠফাটা রোদের মধ্য দিয়ে গ্রাম থেকে দূর দূরান্তে জল আনতে যেতে হয় গ্রামের মানুষদের। দৈনন্দিন কাজের জন্য জলের প্রচুর অভাব পড়ে তাঁদের। বাড়িতে ট্যাপ থাকা সত্ত্বেও সেই কলে জল নেই। এমনকি টিউবওয়েলেও পর্যন্ত জল নেই। পঞ্চায়েত থেকে জলের ট্যাব দেওয়ার পর ৫ থেকে ৬ মাস জল আসার পর আর জল পাওয়া যায়নি ট্যাব থেকে। পঞ্চায়েতের তরফে জলের সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও এখনও পর্যন্ত কিন্তু জলের কোনও ব্যবস্থা করা হয়নি। যার কারণে কাপড় কাচা থেকে স্নান করা সবটা পুকুরের জলে সারলেও পানীয় জলের প্রবল সংকটে রয়েছে গোটা গ্রামবাসী। কবে থেকে আবার কলে জল পড়বে সেই অপেক্ষায় মুখ চেয়ে রয়েছে গ্রামের মানুষেরা।


Follow us on :