১০ মে, ২০২৪

Sandeshkhali: ফের রণক্ষেত্র সন্দেশখালি! লাঠিসোঁটা নিয়ে মারমুখী মহিলাদের বিক্ষোভের মুখে পুলিস
CN Webdesk      শেষ আপডেট: 2024-02-08 13:17:33   Share:   

অশান্তি.. অশান্তি...আর অশান্তি। শিরোনামে ফের শেখ শাহজাহানের গড় সন্দেশখালি। লাঠি থেকে ঝাঁটা, ফের বুধবারের পর বৃহস্পতিবারও জনতার মারমুখী রূপ দেখল সন্দেশখালি। কিন্তু কেন এমন রণক্ষেত্রের রূপ নিল সন্দেশখালি? লাঠি হাতে মহিলাদের মিছিলে বাধা পুলিসের। যার জেরে পুলিসের সঙ্গে বচসা বাধে স্থানীয় মহিলাদের। কার্যত পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এদিন গ্রামের মহিলারা বিক্ষোভ দেখান সন্দেশখালি থানার পার্শ্ববর্তী ত্রিমণী এলাকায়। শেখ শাহজাহানের দুই অনুগামী শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতারের দাবি জানিয়ে পথে নামেন তাঁরা। যতক্ষণ না গ্রেফতার করা হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে বলা জানান বিক্ষোভকারী আদিবাসী মহিলারা।

সন্দেশখালিতে গত কয়েকদিন ধরে শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে জমি দখল করে নেওয়ার অভিযোগে বিক্ষোভ আন্দোলন শুরু করেছে আদিবাসী ও জমি বাঁচাও কমিটি। এমনকী চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে মাঠের ভেরি বানানোরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। আর জমি দিতে না চাইলে, খুন করে দেওয়ার হুমকিও দিত শিবু হাজরা। গত কয়েকদিন ধরে এসব অভিযোগ জানিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা।


Follow us on :