২৯ এপ্রিল, ২০২৪

Death: নৈহাটিতে মদের চোলাই কারবারে মৃত্য়ু এক জনের! আহত আরও দুই
CN Webdesk      শেষ আপডেট: 2024-04-08 20:43:10   Share:   

ভোটের বাংলায় ফের বেআইনি চোলাই কারবারে মৃত্যুর অভিযোগ। চোলাই তৈরির জন্য পচানো গুড় তুলতে গিয়ে মৃত এক। মৃতের নাম রঞ্জিত সোরেন (৪০)। অসুস্থ আরও ২। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটির পলাশি মাঝিপাড়া এলাকার ঘটনা। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। মদের ভাটি নিয়ে পুলিসের সামনেই ক্ষোভ উগরে দেন মহিলারা। তাঁদের অভিযোগ, দিনের পর দিন মদের ঠেক চলে। তোলা নিয়ে পুলিস বেআইনি চোলাই কারবার চলতে দেয়। অবিলম্বে মদের ভাটি না উঠলে ভোট দেবে্ন না বলে হুঁশিয়ারি মহিলাদের। 

এলাকা বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্থানীয় প্রশাসন এবং পুলিসের মদতেই এই মদের ভাটি চলছে। যদি এই মদের ভাটি না ওঠে তাহলে তাঁরা ভোট দেবেন না। এমনটাই দাবি জানিয়েছে স্থানীয়রা। মদের ভাটির জন্যই এলাকার পরিবেশ ক্রমাগত খারাপ হচ্ছে।


Follow us on :