১২ মে, ২০২৪

Kidnapping: ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণ যুবককে, ধৃতের বাড়ি থেকে উদ্ধার অপহৃত যুবক
CN Webdesk      শেষ আপডেট: 2023-12-18 13:50:14   Share:   

দুই লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে অপহরণ এক যুবককে। ছেলেকে ফিরিয়ে আনতে থানায় দ্বারস্থ হন বাবা ও মা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর থানার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের ডিহি এলাকায়। অপহৃত ওই যুবকের নাম স্বর্ণদীপ মণ্ডল (২৪)। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বর্ণদীপ। তারপর প্রায় ১০ ঘণ্টা কেটে গেলেও বাড়ি ফেরেননি সে। এরপর শুরু হয় খোঁজাখুঁজি। ছেলে বাড়ি না ফেরায় নরেন্দ্রপুর থানায় গিয়ে হাজির হন বাবা প্রদীপ মণ্ডল ও মা তপতি মণ্ডল। তাঁদের অভিযোগ, অচেনা একটি ফোন নম্বর থেকে ফোন আসে। ছেলের মুক্তিপণ হিসেবে ২ লক্ষ টাকা দাবি করে অপহরণকারী। মোট তিনবার তাঁদের কাছে ফোন আসে টাকার জন্য। 

এত কম সময়ে এতগুলো টাকা কোথায় পাবে এবং কিভাবে জোগাড় হবে এসব ভেবে রবিবার রাতেই নরেন্দ্রপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই তদন্তে নামে পুলিস। সোমবার ভোরে একজনকে গ্রেফতার করে পুলিস। তারপর সেই অভিযুক্তের বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় স্বর্ণদীপকে। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।


Follow us on :