১১ মে, ২০২৪

Burdwan: সিইবি সেজে প্রতারণার অভিযোগ, গ্রেফতার ১ অভিযুক্ত
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-21 17:58:51   Share:   

ভুয়ো সিইবি অফিসারের পরিচয় দিয়ে ব্যবসায়ীকে প্রতারণার অভিযোগ। গ্রেফতার এক। জানা গিয়েছে, ধৃতের নাম রঞ্জিত বোস (৬০)। বাড়ি টিটাগড় থানা এলাকায়। রবিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা  হয়। ঘটনাটি বর্ধমানের জামালপুরের।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার জামালপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের আঝাপুর এলাকার একটি দোকানে চারচাকা গাড়ি নিয়ে আসে অভিযুক্ত সহ আরও একজন। এরপর অভিযুক্ত নিজেকে সিইবির অফিসার হিসাবে পরিচয় দেয় এবং দোকানের ম্যানেজারের কাছ থেকে নগদ ৬০০০০ টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে ওই ব্যক্তিকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে ওই ভুয়ো অফিসারকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং কাগজপত্র দেখতে চায়।  

কোনো বৈধ কাগজ দেখাতে না পারার অভিযুক্ত রঞ্জিত বোসকে গ্রেফতার করে নিয়ে যায় জামালপুর থানার পুলিস। এছাড়াও অভিযুক্তের গাড়িটিও আটক করেছে পুলিস। যদিও এই ভুয়ো অফিসার সেজে প্রতারণার ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 


Follow us on :