১৪ মে, ২০২৪

Paddy Corruption: ধান কেনাবেচায় দুর্নীতির অভিযোগ বোলপুর কিষাণ মান্ডির বিরুদ্ধে, ক্ষোভ প্রকাশ কৃষকদের
CN Webdesk      শেষ আপডেট: 2024-01-18 14:14:02   Share:   

রাজ্য়ে শিক্ষা ও রেশন দুর্নীতির পর এবার ধান কেনাবেচায় উঠল দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সি ইডির দেওয়া চার্জশিটে উঠে এসেছে সেই ধান কেনাবেচার দুর্নীতি। অভিযোগ, রাজ্য সরকার কিষাণ মান্ডিতে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেও সরকারি নির্দেশ না মেনে চলছে কালোবাজারি। এবার সেই ক্ষোভ প্রকাশ করলেন কৃষকরা।

জানা গিয়েছে, বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের বোলপুর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসেছিলেন কসবা গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামের কৃষক বামাচরণ সামন্ত। বৃহস্পতিবার তিনি বোলপুর কিষাণ মান্ডিতে ৬২ কুইন্টাল ধান বিক্রি করেন। তাঁর অভিযোগ, কুইন্টাল প্রতি ৪ কেজি পাঁচ কিলো এমনকি তিন কিলো করে ধান বেশি নিয়ে নেওয়া হয়। এই অভিযোগে রীতিমতো উত্তেজনা তৈরি হয় বোলপুরের কিষাণ মান্ডি চত্বরে। 

সরকারিভাবে বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের মধ্যস্থতায় চাষীদের কাছে ধান কেনা হচ্ছে। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে অভিযোগ, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান নিয়ে নেওয়া হচ্ছে চাষীদের কাছ থেকে। যদিও এ বিষয়ে রাইস মিলের ম্যানেজার কোনও মন্তব্য করেননি।


Follow us on :