০৯ মে, ২০২৪

Durgapur: মাছের জালে ধরা পড়ল বিশাল আকারের অজগর, ঘটনায় চাঞ্চল্য় কাঁকসার তেলিপাড়ায়
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-08 18:26:10   Share:   

মাছের জালে আটকে পড়ল এক বিশাল আকারের অজগর। জালে আটকে পড়তেই ছটফট করছে অজগরটি। রবিবার সকালে কাঁকসার তেলিপাড়া এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে যায়। এরপর খবর দেওয়া হয় পানাগড় বন বিভাগে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা জলাশয়ের সামনে যেতেই নজরে আসে মাছের জালে আটকে ছটফট করছে একটি অজগর। মনে করা হচ্ছে খাবারের সন্ধানে জলাশয়ে নেমে মাছের জালে আটকে গিয়েছে বিশাল আকার অজগর। স্থানীয়রা আরও জানান, সাধারণত বর্ষাকালে জল জমে যাওয়ায় অনেক জায়গায় গর্ত তৈরী হয়, আর সেখানেই খাবারের সন্ধানে মাঝেমধ্যেই লোকালয়ে ঢুকে পড়ে অজগর। এর আগে জালে অজগর আটকে পড়ার ঘটনা ঘটেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে বনদফতর কর্মীরা পৌঁছে জাল থেকে অজগর সাপটিকে উদ্ধার করে। সুস্থ অবস্থাতেই অজগর সাপটিকে উদ্ধার করা গিয়েছে বলে জানান বনদফতরের কর্মীরা। এরপর সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই অজগর সাপটিকে দেখার জন্য এলাকাবাসীরা ভিড় জমায় সকাল থেকে।


Follow us on :