১৭ মে, ২০২৪

Asian Games: নন্দিনীকে 'রূপান্তরিত' বলে খোঁচা বাংলার মেয়ে স্বপ্নার, পদক ফেরত চাইলেন
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-02 13:37:35   Share:   

সোমবার সকাল থেকেই আলোচনায় বাংলার মেয়ে স্বপ্না বর্মন (Swapna Barman)। চলতি বছরের এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন তিনি। ৮০০ মিটার মহিলা হেপ্টাথলন এর প্রতিযোগী ছিলেন তিনি। জাকার্তা এশিয়ান গেমসে (Asian Games 2023) স্বর্ণ পদক এনে দিয়েছিলেন স্বপ্না। তাই তাঁকে নিয়ে আশা বেড়েছিল সকলের। যদিও হাংঝৌতে ভালো ফল করতে পারলেন না তিনি। হেপ্টাথলনে চতুর্থ হয়েই থেমেছে তাঁর দৌড়। সেই জায়গায় ভারতের হয়ে ব্রোঞ্জ ছিনিয়ে এনেছেন নন্দিনী আগাসারা (Nandini Agasara)। সতীর্থর বিরুদ্ধেই এবার নিজের ক্ষোভ উগরে দিলেন স্বপ্না।

এশিয়ান গেমসে নন্দিনীর বিপরীতে হার, মেনে নিতে পারছেন না স্বপ্না।  তাই নাম না করেই সামাজিক মাধ্যমে নন্দিনীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তিনি। সামাজিক মাধ্যমের পোস্টে স্বপ্না লিখেছেন, 'হাংঝৌ, চিনে অনুষ্ঠিত হয়েছিল ১৯তম এশিয়ান গেমস। আমি আমার এশিয়ান গেমস ব্রোঞ্জ মেডেল একজন রূপান্তরিত মহিলার কাছে হারিয়েছি। যেহেতু এটি অ্যাথলেটিক্স-এর নিয়ম বিরুদ্ধ, তাই আমি আমার মেডেল ফেরত চাই।'

স্বপ্নার এই মন্তব্য থেকেই আলোচনার সূত্রপাত হয়েছে। প্রসঙ্গত এর আগে নন্দিনীর বিরুদ্ধে কেউ এমন অভিযোগ তোলেননি। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থাও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। নন্দিনীর বিরুদ্ধে স্বপ্নার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমেও আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নেটিজেন এমন অভিযোগের স্বপক্ষে প্রমাণ চাইছেন। আবার অনেকে স্বপ্নার পাশে দাঁড়িয়েছেন।


Follow us on :