২৬ এপ্রিল, ২০২৪

SC: 'আপনার জন্যই ভারতীয় ফুটবলের এই হাল', প্রফুল্লকে সুপ্রিম ধমক
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-23 18:02:05   Share:   

সুপ্রিম কোর্টের কটাক্ষের মুখে ভারতীয় ফুটবল সংস্থার (AIFF) প্রাক্তন সভাপতি প্রফুল্ল প্যাটেল (Prafulla Patel)। হুঁশিয়ারির সুরে দেশের শীর্ষ আদালতের মন্তব্য, ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করছেন প্রফুল্ল। সোমবারই এআইএফএফ-র উপর থেকে প্রশাসক কমিটিকে (সিওএ) সরিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এআইএফএফ নির্বাচন পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। সেই নির্দেশ মেনে আগামী ২ সেপ্টেম্বর নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে। এদিকে, সোমবারের শুনানিতে প্রফুল্লকে একহাত নিয়েছেন বিচারপতিরা। ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থার জন্য তাঁকেই দায়ী করেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে প্রফুল্লের হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। তিনি জানান,  নির্বাচনের তদারকির জন্য সুপ্রিম কোর্ট যে রিটার্নিং অফিসার নিয়োগ করতে চাইছে, তাতে কয়েকটি রাজ্য সংস্থার আপত্তি রয়েছে। এই মন্তব্যের পরেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রফুল্লের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, 'আপনি বিশ্বকাপ আয়োজনে বাধা দিচ্ছিলেন। আপনি ভারতীয় ফুটবলকে ধ্বংস করার চেষ্টা করেছেন। সেটা এখনও করে চলেছেন। আমরা আপনাকে বুঝে নেব।'

বিচারপতি চন্দ্রচূড় আরও জানান, রাজ্য সংস্থাগুলির সম্মতির পরেই রিটার্নিং অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 'এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেউ আবেদন করেনি। এমনকি, রাজ্য সংস্থার প্রতিনিধিদেরও এতে সম্মতি রয়েছে।'

সুপ্রিম কোর্টে প্রফুল্লের হয়ে সিবাল জানান, আমার মক্কেল চেয়েছিলেন নির্বাচন হোক। মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তাঁর আমলেই পাওয়া। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক ও ভারতীয় ফুটবলের উপর থেকে নির্বাসন তুলে নেওয়া হোক। এই বক্তব্যের পরে বিচারপতি চন্দ্রচূড় প্রশ্ন করেন, এআইএফএফ-র নির্বাচন হলে কি ফিফায় নিজের পদ থেকে সরে দাঁড়াবেন প্রফুল্ল? জবাবে প্রফুল্ল জানিয়েছেন, তিনি সেখানে নির্বাচিত প্রতিনিধি। ভারতীয় ফুটবলের ভালর জন্যই সেখানে লড়াই করছেন তিনি।


Follow us on :