১৫ মে, ২০২৪

Hardik: চোট সরিয়ে কি বিশ্বকাপে ফিরবে হার্দিক! জানালেন অধিনায়ক রোহিত
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-02 12:10:06   Share:   

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ। কিন্তু, এবারও দলে ফেরা সম্ভব হল না হার্দিক পাণ্ডিয়ার। ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি অনিশ্চিত। আদৌ কি বিশ্বকাপের একটি ম্যাচেও আর দেখা যাবে হার্দিককে ? বৃহস্পতিবার ম্যাচের আগে হার্দিককে নিয়ে বড় আপডেট দিলেন রোহিত শর্মা।

কী জানালেন ভারতীয় অধিনায়ক ? রোহিত জানিয়েছেন, হার্দিক ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। খুব তাড়াতাড়ি উন্নতি করছেন। খুব শীঘ্রই তাঁকে আবার মাঠে দেখা যাবে। তবে, কবে, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি হিটম্যান।

রোহিতের কথায়, "হার্দিকের উন্নতি হচ্ছে ভালই। এটাকে ঠিক রিহ্যাব বলা চলে না। তবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে হার্দিক যাচ্ছে,যে ভাবে উন্নতি করছে তাতে আমরা খুশি। কিন্তু এটা এমন ধরনের চোট যেখানে আমাদের প্রতি দিন নজর রাখতে হবে। হার্দিক কতটা সুস্থ, কত শতাংশ ফিট হয়েছে সেটা নজর করতে হবে। তবে এটা বলতে পারি, হার্দিকের উন্নতি যে ভাবে এগোচ্ছে তাতে খুব শিগগিরই আমরা ওকে মাঠে দেখতে পাব।'

হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে প্রয়োজনে তিন স্পিনার এবং দুই ফাস্ট বোলারকেও খেলাতে পারে ভারতীয় দল। এই বিষয়ে রোহিত বলেন, ' হার্দিকের অনুপস্থিতিতে আমি আমার সব বিকল্প খোলা রেখেছি। পরিস্থিতি যদি দাবি করে, আমরা অবশ্যই তিনজন স্পিনার নেব। আমাদের বোলাররা পরিস্থিতির সুবিধা নিতে জানে।’


Follow us on :