১৫ মে, ২০২৪

World Cup: বিশ্বকাপের আগেই ভারতের প্রধান নির্বাচক কে!
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-29 16:17:47   Share:   

আগেই চারজন জাতীয় নির্বাচন বেছে নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (Cricket Board)। কিন্তু প্রধান নির্বাচকের (Selector) পদ ফাঁকা। ৩০ জুন আবেদনের শেষ তারিখ। ১ জুলাই ইন্টারভিউ। এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বিসিসিআই (BCCI)।

এবার ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখেই নির্বাচক বাছতে চাইছে বোর্ড। বোর্ড সূত্রে খবর, দৌড়ে এগিয়ে আছেন অজিত আগরকর। আগরকর ছাড়াও প্রধান নির্বাচক পদের দৌড়ে আছেন দিলীপ বেঙ্গসরকার ও রবি শাস্ত্রী।

প্রধান নির্বাচক ছাড়া বর্তমানে চার নির্বাচক আছেন শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রীধরন সরথ। প্রধান নির্বাচকের ভূমিকা পালন করছেন শিবসুন্দর দাস।


Follow us on :