১৩ মে, ২০২৪

World Cup: বিশ্বকাপ ক্রিকেটে সেরা দল কোনটি ?
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-08 15:57:59   Share:   

চিরঞ্জিত ( অভিনেতা / বিধায়ক )

ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন খেলায় আমার ঝোঁক থাকলেও, একসময় চুটিয়ে ফুটবল ক্রিকেট খেলেছি গোলপার্কে। আমার খেলা দেখার নেশা প্রচন্ড। এখন ক্রিকেটের সময়। যদিও আমার দল এখন রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত কাজেই আমাকেও ব্যস্ত থাকতে হচ্ছে। অন্যদিকে সামনেই 'মা আসছেন ' অর্থাৎ দুর্গাপুজা। তারপরেই কালীপুজো। আপনারা তো জানেন আমি বারাসাতের বিধায়ক অতএব ওই সময়টিতে আমার বিশেষ ব্যস্ততা থাকে কিন্তু ফাঁক পেলেই ক্রিকেটে চোখ রাখতে হবে। আগে যখন সিনেমায় ব্যস্ত থাকতাম তখন ইনডোর শুটিং থাকলে এবং খেলা থাকলে, ফাঁক পেলেই মেকআপ বা কোনও করতে ব্যক্তির ঘরে গিয়ে খেলা দেখতাম। এবারে কিন্তু ভারতে বিশ্বকাপ। খেলা দেখবো এবং প্রাণ দিয়ে ইন্ডিয়াকে সমর্থন করতেই হবে। এখন অবিশ্যি হাতেই মুঠোফোনে খেলা দেখি। এবারেও ব্যতিক্রম হবে না। একটা বিষয়ে আমার ব্যক্তিগত আপত্তি রইলো তা, ফাইনালটি হচ্ছে গুজরাতে। আমি বুঝি না সর্বত্রই কেন ক্রিকেটটাকে এক ধরণের রাজনীতির অঙ্গ করে নেওয়া হচ্ছে। ইডেনের মতো দর্শক এবং পরিবেশ আদৌ সারা ভারতের কোথাও আছে কি না সন্দেহের তবুও বর্তমান বোর্ড আহমেদাবাদে ফাইনালটি নিয়ে গেলো।

এবারে প্রশ্ন হচ্ছে কোন দল চ্যাম্পিয়ন হবে? ক্রিকেট নিয়ে মূর্খরা বাজি ধরে। কোনও ভাবেই মোটেই বলা যাবে না কোন দল কতটা শক্তিশালী ? দেখুন বিশ্বের পাকিস্তান বাদে সব দেশের খেলোয়াড়রা প্রতি বছর আইপিএল খেলতে এ দেশে আসে। আমরা মুগ্ধ হয়ে তাদের ব্যাটিং ও বোলিং দেখি। ওঁরা কিন্তু এ দেশের সমস্ত মাঠের পিচ এবং আবহাওয়ার খবর রাখে কাজেই সব দল চেষ্টা করবে নিজেদের সেরাটা দেওয়ার। আমি অবশ্যই চাইবো রোহিত শর্মার হাতে কাপটি উঠুক কিন্তু চাওয়া আর বাস্তবের মধ্যে ঢের তফাৎ। সুতরাং প্রথম দিকের খেলাগুলি দেখার পরেই বোঝ যাবে কার শক্তি কতটা। চেন্নাইতে বৃষ্টি হচ্ছে তাই অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের যুদ্ধটা কেমন হয় সেটা দেখার। এ সময়টাতে দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়। সময়টা কি ভুল বাছা হলো ? 

অনুলিখন:  প্রসূন গুপ্ত 


Follow us on :