১৭ মে, ২০২৪

Harmanpreet: আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে বিতর্কে ভারতীয় মহিলা দলের অধিনায়ক
CN Webdesk      শেষ আপডেট: 2023-07-23 15:27:57   Share:   

ভালো খেলেও শেষমেশ বাংলাদেশ ও ভারতীয় মহিলা দলের ম্যাচ টাই হয়েছে শনিবার। তবে অধিনায়ক হরমনপ্রীত কৌরের আচরণ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতার পাশাপাশি ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন তিনি। ফলে শাস্তি পেতে হতে পারে হরমনকে।

বাংলাদেশের বিরুদ্ধে ২২৫ রানের টার্গেট নিয়ে নামে ভারতীয় মহিলা দল। স্মৃতি মান্ধানা এবং হারলিন দেওলের জুটি জয়ী হওয়ার দোরগোড়ায় এনে দিলেও আউট হয়ে যান স্মৃতি। তারপর ব্যাট করতে মানেম হরমন। ৩৪ ওভারের মাথায় আউট হন তিনি। এরপরেই আউট হওয়ার পর স্ট্যাম্প ভাঙেন এবং অ্য়াম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন।

মনে করা হচ্ছে হরমনকে নির্বাসিত করা হতে পারে। সঙ্গে ডিমেরিট পয়েন্টও যেগ হতে পারে। অতীতে একই শাস্তি পেতে হতে হয়েছে শাকিব আল হাসানকে। সেই একই পথে হাঁটতে হবে হরমনকেও।


Follow us on :