১৩ মে, ২০২৪

Rohit: 'দলের আরও উন্নতি প্রয়োজন,' নেপালের সঙ্গে জিতে মন্তব্য অধিনায়ক রোহিতের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-05 13:29:28   Share:   

প্রথম ম্যাচে শুধু ব্যাট করে। আর দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল দুটোই করে এশিয়া কাপের সুপার ফোরে ভারত। তাতেও দলের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক রোহিত শর্মা। নেপালকে ১০ উইকেটে হারানোর পর তিনি জানিয়েছেন, এই দলের আরও উন্নতি প্রয়োজন রয়েছে। এখনও তাঁরা সেরা ফর্মে আসতে পারেননিা।

ইতিমধ্যেই প্রশ্ন উঠছে, যে নেপাল প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০৪ রানে অল-আউট হয়ে যায়, তারা কী ভাবে ভারতের বিরুদ্ধে ২৩০ রান করে ফেলল ? ক্যান্ডিতে ভারতীয় ফিল্ডিংয়ের দুর্দশার কাহিনি সোমবারই ধরা পড়েছিল। তারসঙ্গে ছিল বোলারদের প্রাথমিক ব্যর্থতা। বুমরার বদলে শামি খেললেন। কিন্তু নেপালের ওপেনারদের ফেরাতে পারলেন না।

যাই হোক সুপার ফোর থেকে অন্য ভারতকে পাওয়া যাবে। এমনটাই দাবি রোহিত শর্মার। ১০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধেই এশিয়া কাপের সুপার ফোর শুরু করছে ভারত। গত বছর এই পাকিস্তানের কাছে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মারা।


Follow us on :