১৬ মে, ২০২৪

Final: এশিয়া কাপের ফাইনালের আগে রানে এগিয়ে গিল, ছক্কায় এগিয়ে রোহিত
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-16 16:51:31   Share:   

বিশ্বকাপের আগে রবিবার এশিয়া কাপের ফাইনাল (Asia Cup)। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ভারত। ফরম্যাট বদলে এবার ৫০ ওভারের টুর্নামেন্ট। আর তাতেই পরিসংখ্যানে দাপট ভারতীয়দের।

পাঁচ ম্যাচে ২৭৫ রান করে এশিয়া কাপের এখনও পর্যন্ত টপ স্কোরার ভারতের শুভমন গিল। শুক্রবারই বাংলাদেশের বিরুদ্ধে ১৩৩ বলে ১২১ রান করেছেন ভারতীয় এই ওপেনার। শুভমনের ঝুলিতে রয়েছে আরও একটি নজির

এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকেই। ফাইনালের আগে পর্যন্ত টুর্নামেন্টে মোট বাউন্ডারি ৪৭৩। এর মধ্যে ২৯টি এসে গিলের ব্যাট থেকে। পাশাপাশি ১১টি ওভার বাউন্ডারি মেরে শীর্ষে ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বাংলাদেশের বিরুদ্ধে দলে পরীক্ষা করেছিলেন রোহিত। কিন্তু ফাইনালে আবার পুরনো দল। কারণ রোহিত জানিয়েছেন, বিশ্বকাপের আগে এশিয়া কাপ নিয়ে দেশে ফিরতে চায় টিম ইন্ডিয়া।


Follow us on :