১৫ মে, ২০২৪

US Open: বিশ্বরেকর্ড গড়লেন রোহন, ৪৩ বছর বয়সে খেলবেন ইউএস ওপেন টেনিসের ফাইনালে
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-08 12:55:23   Share:   

বিশ্বরেকর্ড ভারতের রোহন বোপান্নার। ৪৩ বছর বয়সে ইউএস ওপেন টেনিসের ফাইনালে উঠলেন তিনি। এত বেশি বয়সে গ্র্যান্স স্লামের ফাইনাল আগেও কেউ খেলেনি। কানাডার ড্যানিয়েল নেস্টর ফাইনাল খেলেছিলেন ৪৩ বছর ৪ মাস বয়সে। এবার তাঁর রেকর্ড ভেঙে আরও ২ মাস বেশি বয়সে ফাইনাল খেলবেন রোহন বোপান্না।

এদিন, পুরুষদের ডাবলসে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন-এর সঙ্গে জুটি ছিল ভারতের বোপান্নার। বিপক্ষের নিকোলাস মাহুত ও পিয়ের হিউজ হারবার্ট জুটিকে হারিয়ে ৭-৬, ৬-২ গেমে জিতে যান তিনি । যদিও প্রথম সেট থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন বোপান্নারা। কিন্তু দ্বিতীয় সেটে দারুণ কামব্যাক করেন। পরে মাহুত-হারবার্ট জুটি পর পর দু’টি পয়েন্ট পেলেও শেষ পর্যন্ত বাজিমাত করেন বোপান্নারাই।

বোপান্না ও এবডেন ইন্ডিয়ান ওয়েলসে চ্যাম্পিয়ন হয়েছিলেন। সেক্ষেত্রে গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেন না কি না, সেটা দেখার অপেক্ষাতেই ক্রীড়াজগত। ফাইনালে কার সঙ্গে খেলা হবে তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে ফাইনালে যদি জিতে যান বোপান্না, তাহলে ইতিহাস তৈরি হবে।


Follow us on :