১৫ মে, ২০২৪

Opener: প্রতিপক্ষ বুঝেই ব্যাবহার করা হবে রাহুল-ঈশানকে, বার্তা রোহিতের
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-05 19:11:08   Share:   

প্রতিপক্ষ কারা ? সহজ না কঠিন ? বিশ্বকাপের প্রতিটি ম্যাচে এই ভাবে জল মেপে এগোনো হবে। মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করতে গিয়ে একথা জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একই দলে দুই উইকিপার। লোকেশ রাহুলের সঙ্গে ইশান কিষান। কে খেলবেন প্রথম একাদশে?

রোহিত জানালেন, প্রতিপক্ষ দেখে সিদ্ধান্ত নেওয়া হবে, প্রথম একাদশে কে থাকবেন। তবে লোকেশ রাহুল সম্পর্কে আশাবাদী ভারত অধিনায়ক। তিনি জানিয়েছেন, রাহুর পুরোপুরি ফিট হয়ে গেলে দলের চিন্তা অনেকটাই দূর হয়ে যাবে। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে খেলেননি রাহুল। মনে করা হচ্ছে সুপার ফোরের গোড়া থেকেই মাঠে নামতে পারবেন।

উল্টোদিকে ইশানের উপরেও অগাধ আস্থা রয়েছে রোহিতের। আইপিএলে ইশান তাঁর ওপেনিং পার্টনার। এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংকে টেনে তোলার অন্যতম নায়ক। রোহিত জানিয়েছেন, মন খারাপের কিছু নেই। সবাই সুযোগ পাবেন। তবে সেই সুযোগ কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগালেই বিশ্বকাপ পেতে পারে ভারত


Follow us on :