১০ মে, ২০২৪

Pakistan: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস নিয়মে নিউজিল্যান্ডকে ২১ রানে হারাল পাকিস্তান
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-05 12:58:59   Share:   

বিশ্বকাপ জমিয়ে দিল বেঙ্গালুরুর বৃষ্টি। সেইসঙ্গে ফখর জামানের ব্যাট। শনিবার নিউজিল্যান্ডকে ডাকওয়ার্থ লুইস নিয়মে ২১ রানে হারিয়ে দিল পাকিস্তান। ৮১ বলে ১২৬ রান করে অপরাজিত ফখর।

কিউইদের ৪০২ রানের টার্গেট তাড়া করতে নেমে বৃষ্টির জেরে দফায় দফায় বন্ধ হয় পাক ইনিংস। সাড়ে ২৫ ওভারে ম্যাচ পণ্ড বলে ঘোষণা করা হয়। সেইসময় পাকিস্তানের স্কোর ছিল এক উইকেট ২০০ রান। এর আগে বৃষ্টির জেরে পাকিস্তানকে ৪১ ওভারে রান তাড়া করতে হত।

এই জয়ের ফলে আট ম্যাচে এখন পাকিস্তানের আট পয়েন্ট। আফগানিস্তানকে হটিয়ে এখন আবার তাঁরা পাঁচ নম্বরে। কিন্তু সেমিফাইনালে উঠতে হলে বিশ্বকাপের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি উপরের চারটি দলের দিকে তাকিয়ে থাকতে হবে বাবর আজমদের। বিশেষ করে নিউজিল্যান্ডের দিকেই বেশি করে তাকাতে হবে পাকিস্তানকে।

গ্রুপের নিউজিল্যান্ড শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। যদি দু দলই এই ম্যাচ জেতে, তখন পাকিস্তানকে অপেক্ষা করতে হবে রানরেটের জন্য। যদিও নিউজিল্যান্ড হারলেই যে সমস্যা শেষ তা নয়। কারণ, বাবরদের নির্ভর করতে হবে আফগানিস্তানের জেরা-হারার উপরেও। 


Follow us on :