১৪ মে, ২০২৪

Rahul: ১৭ বছর পর ক্যারানিয়ানদের বিরুদ্ধে সিজির হার ভারতের, ব্যাটিংকে কাঠগড়ায় তুলল রাহুল
CN Webdesk      শেষ আপডেট: 2023-08-14 17:56:52   Share:   

১৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনও সিরিজ হেরে দেশে ফিরছে ভারতীয় দল। সেই ওয়েস্ট ইন্ডিজ যারা এবার বিশ্বকাপও খেলবে না। আমেরিকার মাটিতে সিরিজ হারের পরেই ব্যাটারদের কাঠগড়ায় তুলেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

তিনি জানিয়েছেন, এই সিরিজে সব ব্যাটারদের সুযোগ দেওয়া হয়েছিল। কারণ, বিশ্বকাপের আগে এই সিরিজ ছিল নিজেদের প্রমাণ করার। কিন্তু দ্রাবিড় স্বীকার করছেন, ব্যাটাররা নিজেদের পারফরম্যান্স করতে পারেননি।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের জন্য নিজের কাঁধেই দায় নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি জানিয়েছিলেন, গোটা সিরিজে যা ভুল, তার সব দায় তাঁর। ম্যাচ শেষে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ে দাবি, ব্যর্থতার পাশাপাশি সাফল্যও রয়েছে। সেই কারণে যশস্বী, অর্শদীপদের পারফরম্যান্স তাঁকে মুগ্ধ করেছে।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ। এবার আয়ারল্যান্ড সফর। যে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে কোচ রাহুল দ্রাবিড়কে। রবিবার সেই খবরে সিলমোহর বসিয়েছে বিসিসিআইও। আয়ারল্যান্ডে ক্যাপ্টেন বুমরার কোচ ভিভিএস লক্ষ্মণ।


Follow us on :