১৬ মে, ২০২৪

LIVE

IND VS SA: ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহারণ, প্রতি মুহূর্তের লাইভ আপডেট
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-05 14:04:57   Share:   

ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার হাইভোল্টেজ ম্যাচ। প্রথম স্থান ধরে রাখার জন্য মরিয়া দুই দলই। ওদিকে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলো ভারত।

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (সি), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি

  • হাফ সেঞ্চুরি শ্রেয়সেরও

    বিরাটকে যোগ্য সঙ্গ শ্রেয়সেরও। বিরাটের হাফ সেঞ্চুরি হতেই হাফ সেঞ্চুরি পূর্ণ করল শ্রেয়স। বর্তমানে শ্রেয়স ৬৯ বলে ৫৯ রানে ব্যাট করছেন। ওদিকে জন্মদিনে  নিজেই যেন নিজের গিফট নিলেন বিরাট। প্রথমে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন বিরাট। শুরু তা ভালো হলেও রোহিতের উইকেট পড়ে যায় ষষ্ঠ ওভারে, এরপর গিলও উইকেট হারায়। কিন্তু ইনিংসের হাল শক্ত হাতে ধরে বিরাট কোহলি। ৩২ ওভার শেষে ভারতের স্কোর ১৯৬, ২ উইকেট হারিয়ে। 

  • হাফ সেঞ্চুরি বিরাটের

    জন্মদিনে  নিজেই যেন নিজের গিফট নিলেন বিরাট। প্রথমে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন বিরাট। শুরু তা ভালো হলেও রোহিতের উইকেট পড়ে যায় ষষ্ঠ ওভারে, এরপর গিলও উইকেট হারায়। কিন্তু ইনিংসের হাল শক্ত হাতে ধরে বিরাট কোহলি। ৭০বলে কোহলি ৫৪ রানে ব্যাট করছেন। 

  • ১৩ ওভারেই ১০০ রান পূর্ণ ভারতের

    প্রথমে ধংসাত্মক শুরু হলেও রোহিত ও গিলের উইকেট হারিয়ে চাপে ভারত। ফলে একটু ধীর হয়েছে রানের গতি। বর্তমানে কোহলি ২৩ রান ও শ্রেয়স ৬ রান করে ক্রিজে রয়েছেন। ১৪ ওভার শেষে ভারতের স্কোর ১০৩ রান ২ উইকেট হারিয়ে। 

  • দ্বিতীয় উইকেট হারাল ভারত

    কেশব মহারাজের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরল গিল। ২৪ বলে ২৩ রান করে আউট গিল। বর্তমানে ভারতের স্কোর ১৩ ওভার চলাকালীন ২ উইকেটে ৯৯ রান। বর্তমানে বিরাট ও শ্রেয়স ক্রিজে রয়েছেন। 


  • প্রথম উইকেট হারাল ভারত

    রাবাডার প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমার কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত। ২৪ বলে ৪০ রান করেন তিনি। ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ৬ ওভার শেষে ৬২ রান। বর্তমানে গিল ও কোহলি ক্রিজ-এ রয়েছেন।

  • রোহিত ঝড় শুরু

    ইডেনে রোহিত ঝড় শুরু। ৫ ওভারেই ৫০ পার ভারতের। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৬১ রান। ২২ বলে ৪০ রানে ব্যাট করছে রোহিত। ওদিকে ৯ বলে ১২ করে ব্যাট করছে গিল। 

  • ভালো শুরু ভারতের

    টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত ভারতের। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ৩ ওভারে ভালো শুরু ভারতের। গিল ব্যাট করছেন ১২ রানে, রোহিত ব্যাট করছেন ১৫ রানে। ৩ ওভার শেষে ভারতের স্কোর কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান। 



Follow us on :