১০ মে, ২০২৪

Fifa: ফিফার ক্রমতালিকায় পতন, আরও ২ ধাপ পিছিয়ে ১০০-এর বাইরে ভারত
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-22 17:27:50   Share:   

ক্লাব না দেশ। এই সংঘাতের প্রভাব এবার পড়ল ফিফার ক্রমতালিকাতেও। দীর্ঘ সময় পর ফিফার ক্রমতালিকার ১০০ নম্বরের বাইরে চলে গেল ভারতীয় ফুটবল। এতদিন ৯৯ নম্বরে ছিল ভারতের অবস্থান। বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন তালিকায় ১০২ নম্বরে ভারতের স্থান। যা নিয়ে স্বাভাবিক ভাবেই হতাশ ভারতীয় কোচ ইগর স্তিমাচ এবং ভারত অধিনায়ক সুনীল ছেত্রী।

বৃহস্পতিবার এশিয়ান গেমসে বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে ভারত। অধিনায়কের গোলে এই ম্যাচে জিতে নকআউটের স্বপ্ন দেখছেন ইগর স্তিমাচ। তার মধ্যে, হতাশ জনক এই খবর। ভারত অধিনায়ক সুনীল ছেত্রী জানিয়েছেন, এশিয়ান গেমসের মধ্যে এই ঘটনা নতুন করে ভাবতে হবে।

ওয়াকিবহাল মহলের মতে, এরপরেও হয়তো ঘুম ভাঙবে না ভারতীয় ফুটবলের। যে সমস্যা অতি দ্রুত সমাধান সম্ভব ছিল, তা অহেতুক জটিল করা হয়েছে বলেই দিল্লির ফুটবল হাউজের বিরুদ্ধে অভিযোগ।


Follow us on :