২৬ এপ্রিল, ২০২৪

Dope: শরীরে নিষিদ্ধ হাইজিনামিন! ডোপিং-এর দায়ে ২১ মাস নির্বাসিত বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার
CN Webdesk      শেষ আপডেট: 2023-02-04 11:35:53   Share:   

ডোপ পরীক্ষায় (Dope test) ব্যর্থ বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকারকে ২১ মাসের নির্বাসন। ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পদক্ষেপ নিয়েছে। যদিও দীপার (Dipa Karmakar) শাস্তি কার্যকর করা হয়েছিল আরও আগে। ২০২১ সালের অক্টোবর মাস থেকে কোনও খেলায় অংশ নিতে পারছেন না এই বাঙালি জিমন্যাস্ট। নির্বাসনের শাস্তি ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত কার্যকর থাকবে। শাস্তিপর্বে ভারতের হয়ে আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না রিও অলিম্পিক্সের এই প্রতিযোগী।

আইটিএ জানিয়েছে, ২০২১ সালে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক (এফআইজি) নামের একটি সংস্থা দীপার শরীরে হাইজিনামিন নামক এক নিষিদ্ধ পদার্থ পেয়েছিল। এরপরেই নির্বাসনের ঘোষণা। পরে নমুনা পরীক্ষার সময়েও দীপার শরীরে হাইজিনামিন পেয়েছেন তাঁরা। এই পদার্থ ফুসফুসে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের আগে দীপার নির্বাসনের শাস্তি উঠে যাওয়ায় আশার আলো দেখছেন বাঙালি জিমন্যাস্ট মহল।



Follow us on :