১০ মে, ২০২৪

Argentina: আর্জেন্টিনার বিজয়রথ থামিয়ে দিল উরুগুয়ে, যোগ্যতা অর্জন ম্যাচে উরুগুয়ের কাছে হার মেসিদের
CN Webdesk      শেষ আপডেট: 2023-11-17 14:37:04   Share:   

কাতারে বিশ্বজয়ের পর টানা ১৪ ম্যাচ অপরাজিত ছিল বিশ্ব চ্যাম্পিয়ান আর্জেন্তিনা। কিন্তু শুক্রবার সব অঙ্ক ভেস্তে দিল উরুগুয়ে। ২০২৬-এর বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচে তারা আর্জেন্তিনাকে হারিয়ে দিল ২-০ গোলে। মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে গোল করলেন রোনাল্ডো। তবে তিনি পর্তুগালের নন। এই রোনাল্ডোর পুরো নাম রোনাল্ডো আরাউহো। আরও একটি গোল করেন ডারউইন নুসেস। ২০২২ সালের নভেম্বরে কাতারের সৌদি আরবের কাছে শেষ ম্যাচ হেরেছিল আর্জেন্তিনা।

যদিও বাছাই পর্বেও টানা তিন ম্যাচে জিতেছে আর্জেন্তিনা। ইতিমধ্যে তাদের ঝুলিতে রয়েছে ১২ পয়েন্ট। সেকারণে পয়েন্ট টেবিলেও একদম শীর্ষে রয়েছে তারা।

খেলার প্রথমার্ধে দুই দলই একাধিক ফাউল করেছিল। মোট ১৭টি ফাউলের মধ্যে ১১টি ফাউলই করে উরুগুয়ে। অন্যদিকে পোস্টে শট ছিল  মাত্র ৩টি। একাধিক ফাউল হওয়ায় ১৯ মিনিটের মাথায় মেজাজ হারান দুই দলের খেলোয়াড়রা। জড়িয়ে পড়েন ধাক্কাধাক্কিতে। তাতে খেলা কিছুসময়ের জন্য বন্ধও থাকে।


Follow us on :