১০ মে, ২০২৪

Messi: বিশ্বকাপ জয়ের পর ফের নীল-সাদা জার্সিতে মেসি, ইকুয়েডরের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা
CN Webdesk      শেষ আপডেট: 2023-09-06 16:03:26   Share:   

বিশ্বকাপ জয়ের পর ফের নীল-সাদা জার্সি। বল পায়ে এদিক ওদিক দৌড়। দেশের দায়িত্ব পালন করতে আন্তর্জাতিক শিবিরে আর্জেন্টিনা দলে যোগ দিলেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপ জয়ের এক বছর হওয়ার আগেই ফের বিশ্বকাপের লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। বৃহস্পতিবার ইকুয়েডরের বিরুদ্ধে নামবেন তাঁরা।

২০২৬ বিশ্বকাপ হবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। এই টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নেবে। আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসি। বিশ্বকাপের মেগা ইভেন্টে অংশ নিতে পারবেন কিনা, তা সময় বলবে। তবে এই বিশ্বকাপে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত যোগ্যতা অর্জন চলবে। আর্জেন্টিনা, ব্রাজিল ও উরুগুয়ে রাউন্ড রবিন লিগ থেকে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে।

বর্তমানে আর্জেন্টিনা টিমে আছেন ৩৬ বছরের লিওনেল মেসি। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, মিডফিল্ডাপ এনজো ফার্নান্দেজ ও স্ট্রাইকার জুলিয়ান আলভারেজের মতো তারকারা।


Follow us on :