১১ মে, ২০২৪

Cricket: ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল হবে কলকাতায়
CN Webdesk      শেষ আপডেট: 2023-06-27 15:55:19   Share:   

সেমিফাইনাল (Semi Final)-সহ ভারতের মাটিতে পাঁচটি বিশ্বকাপের (World Cup) ম্যাচ পেল কলকাতা (Kolkata)। পাঁচ নভেম্বর ইডেনে খেলবেন রোহিত শর্মারা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইডেনে বিশ্বকাপে প্রথম ম্যাচ হবে ২৮ অক্টোবর। ওই দিন এই বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।  ২৭ বছর পর বিশ্বকাপের সেমিফাইনাল হবে কলকাতায়।

১৯৯৬ সালে ইডেনে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচ আজও অভিশপ্ত বিশ্ব ক্রিকেটের ইতিহাসে। দর্শক গন্ডগোলের জেরে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল সেই ম্যাচ। পরিত্যক্ত সেই ম্যাচে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়েছিল। ২৭ বছর আগের সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

ভারতের মাটিতে এদিনের ক্রীড়া সূচিকে স্বাগত জানিয়েছে সিএবি।  সিএবি কর্তাদের দাবি, ২৭ বছর আগের অভিজ্ঞতা ভুলে তাঁরা নতুন করে বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরি হচ্ছেন। এই বছর অক্টোবরের শেষে পুজো। ২০ অক্টোবর ষষ্ঠী। লক্ষ্মী পুজো ২৮ তারিখ। কোজাগরীর সন্ধ্যাতে বিশ্বকাপের প্রথম ম্যাচ কলকাতায়।


Follow us on :