১১ মে, ২০২৪

England: ১২ বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ইংল্যান্ড
CN Webdesk      শেষ আপডেট: 2023-10-21 12:48:26   Share:   

২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ছয়। বিশ্বকাপ ভারতের। ওয়াংখেড়ের সঙ্গে কতশত স্মৃতি জড়িয়ে ক্রিকেটবিশ্বের। সেই স্টেডিয়ামে ১২ বছর পর এবার ফিরছে বিশ্বকাপের লড়াই। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। গ্রুপ লিগের এই ম্যাচে কে নায়ক হবেন! ইংল্যান্ড টিমে ফিরছেন বেন স্টোকস। তাঁর উপস্থিতি মনোবল বাড়াচ্ছে ব্রিটিশ ব্রিগেডের।  

বিশ্বকাপে অঘটনের শিকার দুই টিমই। ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের বিরুদ্ধে। এদিকে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরেছে। প্রায় এক সপ্তাহ পর মুখোমুখি দুই দল। জয়ের জন্য ঝাঁপাবে দুই টিমই। দলের সঙ্গে যোগ দিচ্ছেন বেন স্টোকস। ম্যাচের আগের দিন একথা জানিয়ে দিলেন অধিনায়ক জস বাটলার।

জানা গিয়েছে, বৃহস্পতিবার টিমের সঙ্গে জমিয়ে অনুশীলন করেছেন বেন স্টোকস। তাঁর মতো অলরাউন্ডার থাকলে, যে কোনও দলের আত্মবিশ্বাস বাড়ে। ফিল্ডে তাঁর উপস্থিতিতেই প্রতিপক্ষ সমীহ করে চলে। বাটলার জানান, স্টোকস টিমে ফেরায় তিনি খুব খুশি। স্টোকসের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা টিমের ফোকাস আরও বাড়াবে।


Follow us on :