১২ মে, ২০২৪

Stroke: স্ট্রোকের উপসর্গ জানুন, শরীরে সমস্যা থাকলে একদম ফেলে রাখবেন না
CN Webdesk      শেষ আপডেট: 2023-04-12 17:47:08   Share:   

স্ট্রোক (Stroke) হল একটি গুরুতর সমস্যা। স্ট্রোকের কোনও উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আমাদের মাথায় অনেক রক্তনালী রয়েছে, কোনও কারণে যদি সেই রক্তনালীর মাধ্যমে মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ফলে অক্সিজেন সরবরাহও হয় না আর তখনই মানুষের স্ট্রোক হয়ে থাকে। স্ট্রোকের ফলে শরীরে বিভিন্ন অংশ যেমন- মুখ, হাত, পা বা শরীরের একদিকের অংশ শিথিল হয়ে পড়ে। ফলে স্ট্রোকের পর মানুষের কখনও কখনও নড়াচড়া করতেও সমস্যা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, স্ট্রোকের আগে যে যে উপসর্গগুলো দেখা যায়, সেগুলো বর্তমানে প্রায় ৭৫ শতাংশ মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। আরও জানানো হয়েছে, ৪ জন মানুষের মধ্যে ১ জনেরই এখন স্ট্রোক হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, কিছু উপসর্গ রয়েছে, যা স্ট্রোকের প্রধান উপসর্গ। সেগুলো হল- মুখ-হাত-পা অবশ হয়ে যাওয়া, চলতে-ফিরতে ভারসাম্য বজায় রাখতে না পারা, দেখার ক্ষেত্রে সমস্যা, চোখের অসুবিধা, কথা বলতে গিয়ে সমস্যা বা কোনও কিছু বুঝতে না পারা এসব লক্ষণগুলো প্রধান উপসর্গ। শরীরে এমন উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। উল্লেখ্য, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাই-কোলেস্টেরল, হার্টের রোগী, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্রেন স্ট্রোক হওয়ার বেশি প্রবণতা বেশি।


Follow us on :