১২ মে, ২০২৪

Heart: পুরুষদের থেকেও মহিলাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি! কী বলছেন চিকিৎসকরা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-15 11:00:17   Share:   

হৃদরোগের (Heart Disease) ঝুঁকি প্রতিদিন বেড়েই চলেছে। আপনাদের হয়তো একটা ভুল ধারণা রয়েছে যে, মহিলাদের (Women) তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাক (Heart Attack) বা হৃদরোগের ঝুঁকি বেশি। কিন্তু নতুন সমীক্ষায় দেখা গিয়েছে, মহিলাদেরই বেশি মাত্রায় হৃদরোগের ঝুঁকি বেশি। সবথেকে চিন্তার বিষয় আরও হলো যে, তাঁরা যখন জানেনও না যে তাঁরা সত্যিই হৃদরোগে আক্রান্ত। এমনকি হার্ট অ্যাটাক হওয়ার বিভিন্ন লক্ষণ পুরুষদের লক্ষণের থেকেও অনেকটা আলাদা হয়ে থাকে। তাই জেনে রাখা দরকার, মহিলাদের কোন কোন লক্ষণে বুঝবেন যে তাঁদের হার্ট অ্য়াটাক হওয়ার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বুক ভারি অনুভব করা, শ্বাস নিতে সমস্যা, উদ্বেগ, বুক জ্বালা ইত্যাদি লক্ষণ হৃদরোগের লক্ষণ হতে পারে। আর এর চিকিৎসা না করালেই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। এছাড়াও ডায়াবেটিস, মানসিক চাপ, মেনোপজ, গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা, পর্যাপ্ত ঘুম না হওয়া, ধূমপান, ইত্যাদি লক্ষণগুলো প্রধান কারণ কার্ডিওভাসকুলার রোগের। কাজের চাপ এবং ঘুমের সমস্যাগুলি উল্লেখযোগ্যভাবে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে। ফলে এর চিকিৎসা হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তেই থাকে।


Follow us on :