১৪ মে, ২০২৪

Tongue: জিভে গজিয়েছে চুল! চিকিৎসকরা এর আসল কারণ জানতেই অবাক
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-13 08:32:55   Share:   

জিভের উপরও গজাতে পারে চুল, এমনটাও কখনও ভেবেছেন কি? হয়তো অনেকই মনে করতে পারেন, এমনটা কখনও সম্ভনই নয়। কিন্তু এবারে এমনটাই ঘটেছে এক মহিলার সঙ্গে। সব চিকিৎসকদের কাছে গেলেই জিভ দেখাতে গেলে প্রথমেই জিভ দেখাতে বলে। জাপানের এক মহিলা চিকিৎসকের কাছে গিয়েছেন, সেখানেও সেই চিকিৎসক জিভ দেখতে চাইলে হতবাক চিকিৎসক। জিভ খুলতেই দেখেন তাতে চুল। তবে কেন এমন ঘটে?

জানা গিয়েছে, ৬০ বছর বয়সী সেই বৃদ্ধা রেকটাল ক্যান্সার বা মলদ্বারের ক্যানসারে আক্রান্ত। ফলে গত ১৪ মাস ধরে নানা রকম চিকিৎসার পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁকে 'মিনোসাইক্লিন' নামে একটি অ্যান্টিবায়োটিক ওষুধও খেতে দেওয়া হয়েছিল। আর সেই অ্যান্টিবায়োটিক থেকেই এই রকম রোগের উৎপত্তি। ব্রিটিশ মেডিক্যাল জার্নাল কেস রিপোর্টে জানানো হয়েছে, কেমোথেরাপির খারাপ প্রতিক্রিয়া থেকে বাঁচতে এই ওষুধ দেওয়া হলে তাঁর উপর উল্টো প্রভাব পড়ে ও 'ব্ল্যাক হেয়ার টাং' নামক রোগ দেখা যায়।

এরপরেই চিকিৎসকরা তাঁকে সেই অ্যান্টি-বায়োটিক দেওয়া বন্ধ করে ও অন্য চিকিৎসা করা হয় তাঁকে। এরপর তা ধীরে ধীরে তাঁর জিভ ঠিক হতে থাকে।


Follow us on :