১১ মে, ২০২৪

Witch: এ কি কাণ্ড! চাকরি ছেড়ে হয়েছেন ডাইনি, প্রতি মাসে উপার্জন ৭ লক্ষ টাকা
CN Webdesk      শেষ আপডেট: 2023-05-03 10:11:07   Share:   

ডাইনি (Witch )কথাটা শুনতেই বুকটা কেমন যেন করে ওঠে, তাই তো! কিন্তু এবারে আরও এক কাণ্ড শুনলে আপনি আকাশ থেকে পড়বেন। খবরে উঠে এসেছে যে, এক মহিলা ডাইনি হওয়ার জন্য় চাকরি ছেড়েছেন। শুধু তাই নয়, ডাইনি হয়েই নাকি তিনি এখন প্রত্যেক মাসে প্রায় ৭ লক্ষ টাকা উপার্জন করেন। এমনটাও সম্ভব!

২৯ বছর বয়সী এই মহিলার নাম জেসিকা ক্যাডওয়েল (Jessica Caldwell)। জেসিকা জানিয়েছেন, তিনি এক পার্লারে বিউটিশিয়ান হিসাবে কাজ করতেন। পার্লারে থাকাকালীন তিনি কাজ সেরে সমাজমাধ্যমে এসব বিষয়ে দেখতেন। এরপর একদিন ফেসবুক পেজে একটি গ্রুপ দেখেন, সবাই এসব ডাইনি বা ডাইনি বিদ্যা (WitchCraft) নিয়ে চর্চা করে। এই ব্যাপারটি তখন তাঁর কাছে খুব আকর্ষণীয় লেগেছিল। তিনি আরও জানতে চানতে চান, কী কী হয় ডাইনি বিদ্যায়। এককথায় ডাইনি বিদ্যা বা উইচক্র্যাফ্ট নিয়ে বেশ কৌতুহলী হয়ে পড়েন তিনি। এরপর তিনি এসব বিষয়ে বইও কিনে ফেলেন। এগুলো নিয়ে পড়াশোনা করতে করতে তিনি ট্য়ারট কার্ড পরাও শিখে নেন। তিনি বলেন, 'ক্রিস্টলের সঙ্গে প্রেমে পড়ে গিয়েছিলাম আমি।'

ফলে জেসিকা এভাবেই হয়ে ওঠেন ডাইনি। তিনি জানিয়েছেন, তিনি এখন শুধুমাত্র ইনস্টাগ্রামে কাজ করে প্রতি মাসে ৭ লক্ষ টাকা উপার্জন করে, যা আগের আগের চাকরি থেকেও অনেক বেশি। এমনকি তাঁর ৫ হাজারের মতো গ্রাহক রয়েছেন। তাঁর এই ডাইনি হওয়ার পর পরিবারের কী প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, প্রথমে তাঁর পরিবারের সদস্যরা চিন্তা করতেন। কিন্তু যখন থেকে ভালো উপার্জন করতে শুরু করলেন, তারপর তেমনভাবে অসুবিধা হয়নি তাঁদের।

জেসিকা ডাইনি হয়ে কী কাজ করেন, তা নিয়ে তিনি বলেন, 'আমাকে অনেকেই প্রশ্ন করেন, তাঁদের সঙ্গীরা তাঁদের বিষয়ে কী ভাবেন। তখন আমাকে তাঁদের সত্যিটা বলতে হয়। আমি অনেক সময় আত্মিকতা নিয়ে নির্দেশ দিই। কীভাবে অন্য মানুষদের নিজের প্রতি আকর্ষণ করতে হয়, এ বিষয়েও বলে থাকি আমি।'


Follow us on :